আইসোলেশন ওয়ার্ডে প্রেম, বের হয়েই বিয়ে!

নিজস্ব প্রতিবেদক

নিউস্ব প্রতিবেদক : 

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত গোটা বিশ্ব। চারদিকে করোনার খারাপ খবর। তবে দু-একটা মন ভালো করা খবরও নজরে আসছে। এবার যেমন করোনা আক্রান্ত হয়ে আইসোলেশন ওয়ার্ডে গিয়েই এক তরুণ-তরুণী তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নিলেন।

 

ঘটনাটি ঘটেছে দেশের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। করোনা আক্রান্তদের জন্য সেখানে তৈরি আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা এক তরুণ ও তরুণীর মধ্যে হয়ে গেল প্রেমের সম্পর্ক। তাদের সেখানে আনা হয়েছিল করোনাভাইরাসের চিকিৎসার জন্য। জানা গেছে, অনেকবার নিষেধ করার পরও আইসোলেশনে থাকা ওই তরুণ ও তরুণী তাদের নিজ নিজ তলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেন। ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে-করতেই একসময় দুজন বুঝতে পারেন মনের মানুষ তারা খুঁজে পেয়েছেন।

 

এরপর সুস্থ হওয়ার পর ছাড়া পেলে তারা ঠিক করেন আর দেরি নয়, এবার সেরে ফেলতে হবে বিয়ে। সেই সিদ্ধান্তে তারা ঘরোয়াভাবে বিয়েও সেরে ফেলেন। জীবনযুদ্ধ ময়দানে অবস্থানকালে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে পারার জন্য খুশি উভয়েই।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত