
আজকের কর্ণফুলী ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় এান ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য বেলাল নূরী র
বড় ছেলে বিলওয়াল এর আজ জন্মদিন। ব্যাতিক্রম জন্মদিন পালন করেছে এই আওয়ামী লীগ নেতা। ঢাকার মতিঝিলে প্রায় দেড়শ অসহায় ও দূস্হ মানুষ ও পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতার দুই ছেলে বিলওয়াল ও দিলওয়াল। করোনা ভাইরাস সংক্রামিত ঝুঁকি থাকা স্বার্থেও ছেলেদের মানবতার কথায় হেরে গেলেন আওয়ামী লীগ নেতা বেলাল নূরী। ভূলে গেলেন মহামারি করোনা র কথা। আওয়ামীলীগের কেন্দ্রীয় এান ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য বেলাল নূরী
সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বিলওয়াল আমার বড় ছেলে, ৭ম শ্রেণি, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় পড়েন। আল্লাহর অশেষ রহমতে প্রায় দেড়শ মানুষের মাঝে মতিঝিল এরিয়ায় খাবার বিতরণ করি। কোন বেকারী জন্মদিনের কেক অর্ডার নেয়নি, তাই মায়ের হাতে বানানো কেক খেয়ে বের হয়ে যান পথশিশু সহ দেড়শ লোকের খাবার বিতরণে, বাবার ফেইসবুক বন্ধুসহ সবার কাছেই দোয়া চেয়েছেন জন্মদিনে বিলওয়াল।