আলেমেদ্বীন,হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মৌলানা ওমর ফারুক(মাঃজিঃআ) হুজুর আজ চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

চট্টগ্রাম দক্ষিন জেলা পটিয়া বড়লিয়া সৈয়্যদ বাড়ীর মহান আধ্যাত্মিক সাধক,আওলাদের রাসুল(দঃ)পীরে কামেল হযরত শাহসুফি সৈয়্যদ মৌলানা আবদুস ছালাম আউলিয়া(রহঃ) নাতি বড়লিয়া ছালামিয়া দরবার শরীফের শাহজাদা পীরে ত্বরীকত বিশিষ্ট আলেমেদ্বীন,হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মৌলানা ওমর ফারুক(মাঃজিঃআ) হুজুর আজ চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলায়হির রাজিওন। তিনি একজন মহান ব্যাক্তিত্ব এলাকায় সুপরিচিত ছিলেন,আমাকে ব্যাক্তিগত ভাবে মহব্বত করতেন, বড়লিয়া গ্রামে দ্বীন শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে এক উজ্জল দৃষ্টান্ত স্হাপন করে গেছেন। আমি এবং আমার বড়লিয়া খাঁন বাড়ীর পক্ষ থেকে হুজুরের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা ও তাহার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
আমিন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত