
আজকের কর্ণফুলী ডেস্কঃ
২৩ই অক্টোবর (৮ই কার্ত্তিক) হযরত আমিরুল আউলিয়া সৈয়দ আমিরুজ্জমান শাহ (কঃ)’র আদরের নাতি, শাহজাদা-এ সোলায়মান শাহ_আরেফে হক্কানী_মুর্শিদে বরহক_ হযরত শাহছুফি সৈয়দ #ইলিয়াছ_শাহ (ক)’র ৩০ তম বার্ষিক ওরশ শরিফ মহাসমারোহে আমির ভান্ডার শরিফের সোলায়মান মঞ্জিলে অনুষ্টিত হয় এতে বাদে যোহর খতমে কোরআন, বাদে আছর খতমে গাউছিয়া_খতমে খাজেগান_খতমে কোরআন, বাদে মাগরিব নাতে মোস্তফা (সঃ)_ বাদে এশা সংক্ষিপ্ত আলোচনা_মিলাদ মাহফিল_আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ, রাত ব্যাপি কাওয়ালি ও ছেমা মাহফিল শেষে ফযরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সম্পূর্ণ হয়।