
হৃদয় আলম, চবি প্রতিনিধি
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিম্নআয়ের মানুষ ও লকডাউনে ক্ষতিগ্রস্ত দোকানদার এবং পাশ্ববর্তী দূর্গম পাহাড়ী এলাকার অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক।
সোমবার (১৮ মে) দুপুর ১২ টায় জনাসমাগম না করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক বলেন, করোনা কালীন এই সময়ে সবাই ঘরবন্ধী অনেকের আয় রোজগার সীমিত হয়ে যাওয়া অনেক মানুষ কষ্টে আছে তাদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে তাদের দুয়ারে দুয়ারে ঈদ উপহার নিয়ে আমাদের যাওয়া। আর সামর্থ অনুযায়ী মানুষের জন্য কিছু করতে পারাটাই মূখ্য বিষয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রুদ্র, সাদাফ, সবুজ, সাদিম, রাকিব সহ আরো অনেক নেতৃবৃন্দ।