কাপ্তাই চন্দ্রঘোনা কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার আর নেই: ক, পি,এম বাসী শোকাহত

নিজস্ব প্রতিবেদক

বিশু তনচংগ্যা চন্দ্রঘোনা, রাজস্থলী, কাপ্তাই

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম লিমিটেডের সিবিএ সাধারণ সম্পাদক এবং সবেক ছাত্রলীগ নেতা ও কাপ্তাই উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার চিকিৎসাধীন অবস্হায় আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় চট্রগ্রাম ন্যাশনাল হাসপাতালে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক এর পাশাপাশি ২য় মেয়াদের মতো কেপিএম লিমিটেডের সিবিএ এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। আগামীকাল শুক্রবার বাদ জুমা কেপিএম কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে তাকে কেপিএম কবরস্থানে দাফন করা হবে। এদিকে মাকসুদুর রহমান মুক্তার এর অকাল মৃতুত্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, শ্রমিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত