কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সংগঠক লায়ন নবাব হোসেন মুন্না দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান

নিজস্ব প্রতিবেদক

 

রমজানের মহিমান্বিত শেষ রাতে পর পবিত্র ঈদুল ফিতর সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, এইদিনে আমরা যার যার সাধ্য অনুযায়ী নতুন কাপড় পরিধান করে সুরমা সুগন্ধি শরীরে লাগিয়ে অতীতের দুঃখ কষ্ট সব গ্লানি ভুলে গিয়ে পরস্পরে সাথে বুক মিলিয়ে কোলাকুলি করে আন্দন উপভোগ করে থাকি, ঈদগায়ে জামাতে সাথে ঈদের নামাজ পড়ে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী আত্বীয় স্বজনদের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করি, কিন্তু সারা পৃথিবীতে মহামারী করোনা ভাইরাস কারণে এই প্রথম বাবের মত অন্য রকমের একটা ঈদ উৎসব পালন করতে যাচ্ছি, হয়তো সৃষ্টি কর্তার এই রকম মর্জি ছিলো। তাই সবাই ঈদের শুভেচ্ছা জানিয়ে দুটো কথা বলছি, ইনশাআল্লাহ আবার আমরা এক সঙ্গে হবো। অন্ধকার কেটে আলো আসবেই, আমরা সৃষ্টি সেরা জীব, হয়তো সৃষ্টিকর্তা কোন কারণে আমাদের পরীক্ষা নিচ্ছেন, ইনশাআল্লাহ মহামারী করোনা ভাইরাসকে পরাজয় করে আমরা সফল হবো। রমজানের এই মহিমান্বিত শেষে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন, বাসায় থাকুন দুরত্ব বজায় রেখে দুর থেকে ঈদ উৎসব পালন করুন আমিন। সেই সাথে সারা দেশবাসি সহ প্রবাসী দেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

লায়ন নবাব হোসেন মুন্না,
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক।
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সংগঠক।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত