
এই প্রথম বাবের মত অন্য রকমের একটা ঈদ উৎসব পালন করতে যাচ্ছি, হয়তো সৃষ্টি কর্তার এই রকম মর্জি ছিলো। তাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দুটো কথা বলছি, ইনশাআল্লাহ অন্ধকার কেটে আলো আসবেই, আমরা সৃষ্টি সেরা জীব, হয়তো সৃষ্টিকর্তা কোন কারণে আমাদের পরীক্ষা নিচ্ছেন, ইনশাআল্লাহ মহামারী করোনা ভাইরাসকে পরাজয় করে আমরা সফল হবো। রমজানের এই মহিমান্বিত শেষে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন, বাসায় থাকুন দুরত্ব বজায় রেখে দুর থেকে ঈদ উৎসব পালন করুন আমিন। সেই সাথে সারা দেশবাসি সহ চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সকল সদস্যদের জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক
শিব্বির আহমেদ ওসমান
আহবায়ক
চট্টগ্রাম সাংবাদিক ফোরাম
প্রকাশক
আজকের কর্ণফুলী