
প্রেস বিজ্ঞপ্তি,
রবিবার (২৪ মে) এক বিশেষ বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
তানভীর বলেন, করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা আজ খুবই করুন। সরকার করোনা চিকিৎসায় মানুষের সাথে প্রতারণা করেছে। এছাড়া ত্রাণ বিতরণেও ছিল দলীয়করণ। আর সরকার দলীয় জনপ্রতিনিধিরা ত্রাণ লুটপাট করেছে।
তিনি বলেন, হাজার হাজার বিএনপি নেতাকর্মী আজ কারাগারে। তাদেরকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সরকার দীর্ঘদিন আটকে রেখেছে। করোনার সময়ও তারা আজ প্রিয়জনের কাছ থেকে দূরে।
তানভীর মল্লিক মহানগর যুবদলের নেতাকর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।