
ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় গত ২৪ মে প্রথমবারের মতো ২ জনের করোনা রোগী শনাক্ত হয়। করোনা রোগী শনাক্ত হওয়া একজন স্বাস্থ্যকর্মী কাপ্তাই নতুন বাজার এলাকার বাসিন্দা। করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে কাপ্তাই উপজেলা প্রশাসন উক্ত রোগীর বাসা লগডাউন ঘোষনা করে। করোনা আক্রান্ত আর একজন কাপ্তাই নৌ বাহিনীর কর্মকর্তা। তিনি নৌ ঘাঁটির তত্ত্বাবধানে ঘাঁটিতেই হোম আইসোলেশনে আছেন।
এদিকে লগডাউন ঘোষনা করা সেই রোগীর বাসায় বুধবার(২৭ মে) দুপুরে উপহারস্বরূপ কাঁচাবাজার পাঠিয়ে প্রশংসনীয় ভূমিকা স্থাপন করেছেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী।
ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে যেই হ্রদয়বিদারক ঘটনা দেখতে পেয়েছি, যেখানে করোনারোগীদের সাথে নিজের রক্তের সম্পর্কের পরিবার পর্যন্ত হেয় করে কাছে আসেনি, বরং দুরে ঠেলে দিয়েছে সেখানে সবসময় পুলিশ, প্রশাসন এসে তাদের পাশে দাড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী জানান, পুলিশ সবসময় মানুষের কল্যানে কাজ করে, তাই আমি করোনা আক্রান্ত ঐ স্বাস্থ্য কর্মীর বাসায় কিছু উপহার পৌঁছে দিয়েছি।