
আজম খাঁনঃ
চট্টগ্রাম নগরীর অন্যতম আলোচিত কোতয়ালী থানার টিম লিডার ওসি মোঃ মহসিন ইতিমধ্যে নানা মানবিক কাজের মধ্য দিয়ে নগরবাসীর অন্তরে জায়গা করে নিয়েছে। বর্তমান সময়ের জন্য আরও একটি মানবিক উদ্যোগ হাতে নিয়েছেন। তিনি প্লাজমা নিয়ে কাজ শুরু করছেন। যা একজন করোনা রোগির জীবন বাঁচাতে সাহায্য করবে। তাকে সহযোগিতায় এগিয়ে এসেছে একটি অনলাইন ব্লাড গ্রুপ।
করোনাভাইরাস জয় করে ফিরেছেন এমন ব্যক্তির সন্ধান করছেন তিনি। করোনা জয় করা ব্যক্তির রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি তাজা প্রাণ। প্লিজ এগিয়ে আসুন। ওসি মহসিনের এই মানবিক কাজে অংশগ্রহণ করুন। আপনার আমার সহযোগিতায় বেচে যেতে পারে একজন করোনা রোগী।
ওসি মোঃ মহসিন জানান, যখন জানলাম প্লাজমা দিয়ে একজন করোনা রোগি বাঁচতে পারে তখন থেকে কাজ শুরু করে দিলাম। তবে আমাকে সহযোগিতায় এগিয়ে এসেছে একটি অনলাইন ব্লাড গ্রুপ। আশাবাদী সকলের সহযোগীতা পেলে এই কাজে সফল হব।করোনা জয় করে ফিরেছেন এমন লোকের তথ্য দিয়ে সহযোগীতার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, সম্প্রতি করোনায় আক্রান্ত দুইজন ডাক্তারকে প্লাজমা দিয়ে বাঁচতে সহযোগিতা করেছেন সদ্য করোনা জয় করে ফেরা সিএমপি’র ট্রাফিক কনস্টেবল অরুন চাকমা। যা মানবিক পুলিশিং সেবার আরেক দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিচে দেওয়া লিংকে থাকা ফরমটি পূরন করলেই যোগাযোগ করা হবে।
https://bit.ly/2Xa0aKb