মানিকগঞ্জে ছাত্রলীগের করোনাভাইরাসের সচেতনতা অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিবেদক

জামিল বিশ্বাসঃ

মানিকগঞ্জ জেলায় নভেল করোনাভাইরাসের প্রকোপ দিনদিন বাড়তে থাকায় মানিকগঞ্জ জেলার ছাত্রলীগের যু্গ্ন সাধারন সম্পাদক রাজিডুল ইসলামের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক মাইকিং,লিফলেট ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন। মানিকগঞ্জেরর হরিরামপুর উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করার সময় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন,দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। তাই বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে মানুষকে সচেতন করতে একযোগে মানিকগঞ্জের সকল উপজেলায় সচেতনতা মূলক মাইকিং,লিফলেট ও মাস্ক বিতরণ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ছাত্রলীগ সবসময় মানুষের পাশে ছিল,আছে,থাকবে। এ সময় তাদের সহযোগিতা করেন সমীর কুমার,সদস্য, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ, নাইমুর রহমান রবিন,সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ, মোশায়েক উদ্দিন সীমান্ত, সহ-সভাপতি, ২নং ওয়ার্ড, গালা ইউনিয়ন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত