
সাকিল ইমতিয়াজ
সন্ধ্যার আকাশে ঘাসফড়িং উড়ছে ”
সূর্য ঢলে পড়েছে দিগন্তের দিকে।
অবাক চেয়ে থাকা তোমার মুখপানে।
বদলায়নি আমি তোমার চাহনির মতো”
মুছে গেছে পরস্পরের যা ছিল ক্ষত।
আগের মতোই চুল অগোছালো রাখো ।
আগের মতোই ভুল অনায়াসে করে থাকো।
কেমন ছিলে তুমি ঠিক আমার মতো?
অতোটা জটিল ছিলাম যে জলের মতো।
রোদের গন্ধে পাখা মেলেছিলাম ”
বর্ষার বৃষ্টিতে জলকে ছুঁয়ে ছিলাম।
তোমার দেখা চোখ জলে ছুঁয়ে দেয়নি ”
তোমার আঁকা মুখ আড়ালে রাখা যায়নি।
বসন্তের সন্ধ্যা হয়ে এসেছি এ নিরালায় ।
তুমি হারিয়ে যাও আজ এই অবেলায়।