
মারুফ মাহমুদ চৌধুরীঃ
দাগনভুঞা উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্হায় সামাজিক দুরত্ব বজায় না রাখা ১০মামলা ১২,০০০টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
এ অভিযানে জারীকৃত নির্দেশনা অমান্য করে দাগনভূঞা উপজেলার দাগনভূঞা সদর, মাতুভূঞা, সিলোনিয়া ও জয়লস্কর বাজারে একই যানবাহনে সামাজিক দূরত্ব বজায় না রেখে একাধিক যাত্রী উঠায়, মাস্ক পরিধান না করা, জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে ও সামাজিক দুরত্ব বজায় না রেখে গণজমায়েত করায়, সামাজিক দূরত্ব বজায় না রেখে কোন কারণ ছাড়া অযথা ঘুরাঘুরি করায় বিভিন্ন ব্যক্তি ও দোকান মালিকদে এই জরিমানা করেন।
জয়লস্করে জারীকৃত নির্দেশনা অমান্য করে বেকারি দোকান খোলা রাখায় ভেতরে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং কোন স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে, যার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ৫০০০/- অর্থদন্ড আরোপ করা হয়।