নবাবগঞ্জে রাস্তার ধারে গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ মামুনুর রশীদঃ

গত মঙ্গলবার বিকেলে দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের পুলবান্দা নামক রাস্তার পাশে জমিতে পড়ে থাকা ভ‍্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসি জানায় নবাবগঞ্জ উপজেলার পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়া নালোর ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) এর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় তারা। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে বিকেলে লাশ উদ্ধার করে এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তেঁতুলিয়া গ্রামের মনোয়ার হোসেন জানায়, মিজানুর বাড়ি থেকে ঔষধ ক্রয়ের জন্য বের হয়ে বাহিরে গেলে আর ফিরে আসেনি। পরদিন নবাবগঞ্জ উপজেলার পুলবান্দায় তার লাশ পাওয়া গেছে । মিজানুর রহমান পেশায় ব্যাটারি চালিত ভ‍্যান চালক ছিলেন। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত