
কাপ্তাই( রাংগামাটি) প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটির উদ্যোগে ২০১৯-২০ইং অর্থবছরের ইমাম-মুয়াজ্জিম কল্যাণ ট্রাস্টের আওতায় কাপ্তাইয়ে অসহায় ইমাম ও মুয়াজ্জিমদের মাঝে চেক বিতরণ করা হয়। বুধবার (২৪ জুন) সকালে কাপ্তাই ইফা কার্যালয়ে ১৩ জন ইমাম-মুয়াজ্জিমকে হাতে প্রতিজনকে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরী এদের হাতে এই চেক তুলে দেন। এসময় কাপ্তাই এফ এস এম মাঈনুল আলম মুবিন,মাস্টার টেইনার বখতেয়ার হোসেন,মডেল কেয়ার টেকার সোলাইমান উপস্হিত ছিলেন।
চেক বিতরণ কালে ইফা পরিচালক ইকবাল বাহার চৌধুরী বলেন, রাঙ্গামাটি জেলার প্রতিটি উপজেলার এই কার্যক্রম চলছে।