
শিমুল হাছান:
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে হোগলী এলাকায় মেহেরুন নেছা প্রীতি (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বামীর পরিবারের লোকজন দাবি করেন।
শুক্রবার (২৬ জুন ২০২০ খ্রিঃ) দুপুরে জুমার নামাজের পূর্ব মুহূর্তে ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানায়। এ দিকে নিহত প্রীতির পরিবার এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা বলে দাবী করছে।
নিহত প্রীতির চাচা আবুল কাশেম জানান, প্রীতির বিয়ে হয়েছে ১ বছর পূর্বে, বিয়ের পর থেকেই তাঁর স্বামী সজিবসহ পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে মারধর করতো, এ ছাড়াও সজিব প্রায় মাদক সেবন করে বাড়িতে এসে প্রীতিকে মারধর করতো। সজিব পরিকল্পিত এ হত্যাকান্ড ঘটিয়েছে। আমরা এ বিচার চাই।
এ বিষয়ে নিহতের স্বামী সজিবের সাথে কথা বলার জন্য একাদিকবার চেষ্টা করে ও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা।