টেকনাফে করোনা রোগীদের সুবিধার্থে ১২০শয্যা বিশিষ্ট আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার চালু

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল টেকনাফ প্রতিনিধিঃ
করোনা রোগীদের সুবিধার্থে দেশের সর্বদসীমান্ত উপজেলা টেকনাফে লেদায় ১২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।আন্তর্জাতিক দাতা সংস্থা আইওএম এর অর্থায়নে  গত শনিবার (২৭ জুন) বেলা ২ টার দিকে আইসোলেশনটির উদ্বোধন করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদ মাহমুদ আলী।
তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। বাদ যাচ্ছেনা রোহিঙ্গা জনগোষ্ঠী। সবাই ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, যারা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের নিরাপত্তার জন্য আইসোলেশন সেন্টার গড়ে তোলা দীর্ঘদিনের দাবি ছিল। আইওএম সেটি গুরুত্ব দিয়েছে।
নতুন প্রতিষ্ঠিত আইসোলেশন সেন্টারে রোহিঙ্গাদের পাশাপাশি হোস্ট কমিউনিটির লোকজনও চিকিৎসাসেবা পাবে। এসময় আইওএম এর প্রতিনিধিরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত