
ঝুলন দত্ত, বিশেষ প্রতিনিধি :
জাতীয় শুদ্ধাচার ২০২০ পেলেন হাটহাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। সরকারি কর্মকর্তাদের দক্ষতা, সততা এবং তাদের কাজের মূল্যায়নের উপর ভিত্তি করে সরকার এই পুরস্কার প্রদান করে থাকেন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউএনও রুহুল আমিনের হাতে এ পুরস্কার তুলে দেন চট্রগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, আমার সকল সহকর্মীরাই এ পুরস্কারের যোগ্য। দিনরাত কঠোর পরিশ্রম করছেন।
এছাড়া কোভিড-১৯মোকাবেলায় উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তাদের প্রশংসা করেন তিনি।
এছাড়া এই পুরস্কার পেলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. মাসুদ রানা এবং জেলা প্রশাসন চট্টগ্রামের জেলা নাজির মো. জামাল উদ্দিন।।