বেশতো আছি

নিজস্ব প্রতিবেদক

সাকিল ইমতিয়াজ।

 

কাটছে সময় যাচ্ছে দিন,
দুপুরে রোদ ভোরে হিম।
বেশতো আছি।

আকাশের নীল হয়েছে শীতল,
পুড়ছে হৃদয় মুখে অভিনয়।
বেশতো আছি।

হারিয়েছি তারে,
অনুভবে রেখেছি যারে।
বেশতো আছি।

অরন্যে নেই সজীবতা,
ভিক্ষালব্ধ আজ মানবতা।
বেশতো আছি।

স্নায়ুদেশের বাড়ছে বয়স,
আকশেরও খসছে না রস।
বেশতো আছি।

বেশতো আছি,
বেঁচে থাকতে হয় বলে,
মৃত্যুকে সাজিয়ে বেঁচে আছি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত