চট্টগ্রাম বাঁশখালী থানার টহল পুলিশের বিশেষ অভিযানে ৮২৯০ পিস ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক

 

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী থানার টহল পুলিশের বিশেষ অভিযানে ৮২৯০ পিস ইয়াবাসহ কক্সবাজারের পেকুয়ার গৃহবধু বাঁশখালীতে আটক। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে,তার নাম মিতু আকতার মনি (২১) স্বামী আকতার মিয়া (৩০)। আকতার মিয়া, পেকুয়া মইয়ার দিয়া ইউনিয়নের, ৩নং ওয়ার্ড়, মইয়ারদিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে।
আটক মহিলার বাপের বাড়ি বাগেরহাট শরণখোলার মৃত লতিফ খন্দকারের মেয়ে বলে জানান। আজ ৭ জুলাই সন্ধ্যা ৭টার সময় বাঁশখালী থানা টহল পুলিশ পুইঁচুড়ী ফুটখালী নাশি নামক স্থানে অভিযান চালিয়ে এই যুবতী কে আটক করে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত