
দেলোয়ার হোসাইন সাইমুনঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটির থেকে পড়ে বাবুল জলদাস (২৮) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে
আজ শনিবার (১১ জুলাই) বেলা ১১ টায়।সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল জলদাশ মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর জেলে পাড়া গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তার বাড়িতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন পরিষদের পাশে বিদ্যুতের খুঁটির উপর কাজ করছিল বাবুল জলদাশ। কাজের এক পর্যায়ে পা পিছলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী।