
মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ৫১ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী যুবক কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন এর দিকনির্দেশনায় মহেশপুর থানা পুলিশের এস আই কাশেম,এস আই রাকিব,এ এস আই সালাউদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ভৈরবা হইতে মমিনতলা গামী পাকা রাস্তার উপর হইতে বাবুল হোসেনের বেকারির সামনে থেকে ৫১ বোতল ফেনসিডিল সহ শিমুল হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেন।
আটককৃত শিমুল উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির মাথাভাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।