
দেলোয়ার হোসাইন (সাইমুন)
সীতাকুণ্ডে পানিতে ডুবে মোঃ সাইদ(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) ১৬ই জুলাই সকাল ১১টার সময় উপজেলার বাঁশবাড়ীয়ার ইউনিয়নের হারাধন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে যানা যায়, মোঃ সাঈদ বাড়ির পাশের একটি পুকুরে খেলা করার সময় হটাৎ পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সাঈদ ঐই এলাকার বাসিন্দা মোঃ বেলাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূর উদ্দীন রাশেদ। তিনি বলেন, সাঈদকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুর সাড়ে ১২ টার সময় চিকিৎসা শিশুটিকে মৃত ঘোষনা করা হয়।