
ঝুলন দত্ত, কাপ্তাই (রাংগামাটি) :
রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলায় করোনা শনাক্তের হার দিন দিন কমছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা: ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে সর্বশেষ মঙ্গলবার (২১ জুলাই) করোনা শনাক্ত হয় ৫ বছরের এক শিশু। এ নিয়ে কাপ্তাইয়ে সর্বমোট আক্রান্ত ৯২ জন। কাপ্তাই এ প্রথম করোনা শনাক্ত হয় একজন স্বাস্থ্যকর্মী, এর পর থেকেই ধাপে ধাপে করোনা শনাক্তের হার বৃদ্ধি পেতে থাকে।
এদিকে কাপ্তাই স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী কাপ্তাই উপজেলায় সর্বমোট ৯২ জন শনাক্তের মধ্যে ৮৭ জনকে সুস্থ ঘোষনা করা হয়েছে। আর মাত্র ৪ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া রাইখালী ইউপি এলাকার বাসিন্দা এক নার্স যুবক করোনা আক্রান্ত হয়ে মারা যায়। যদিও সে চট্টগ্রাম রয়েল হাসপাতালের কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী আশা প্রকাশ করছেন, অচিরেই কাপ্তাই করোনা মুক্ত হবে।