রাঙ্গুনীয়ায় শান্তিনিকেতন বাজারে কামারদের আসছে ঈদে নেই কাজ কাটছে অলস সময়

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনীয়া প্রতিনিধিঃ

প্রতি বছর কোরবানের ঈদ এলেই রাঙ্গুনীয়ায় শান্তিনিকেতন বাজারেই কামাররা পাড় করে ব্যস্ত সময়। দা,ছুড়ি,বটি বিভিন্ন লৌহা জাতীয় জিনিস তৈরিতে রাত-দিন ব্যস্থ সময় কাটতো তাদের। কিন্ত এবার বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের ফলে প্রভাব ফেলেছে দেশের ব্যবসা ক্ষেত্রে, সেই প্রভাব পড়েছেও রাঙ্গুনীয়ার শান্তিনিকেতন বাজার এর ব্যবসার প্রানকেন্দ্র শান্তিনিকেতন বাজারে। অথচ প্রতিবছর এই বাজার সংলগ্ন আনন্দ মেলা রাঙ্গুনীয়া কমিনিটি সেন্টারের সামনে মাঠে বসতো বিশাল গরু ছাগলের হাট। এতে রাঙ্গুনীয়ার বিভিন্ন এলাকা হতে ক্রেতা বিক্রেতাদের সরগমে মুখরিত হতো এই হাট। এর প্রভাব পড়তো কামারের দোকানে। এই বছর বেচাবিক্রি কম থাকায় কাজ কমেছে কামারের দোকানে।
শনিবার(২৫ জুলাই) রাঙ্গুনীয়ার শান্তিনিকেতন বাজারে গিয়ে দেখা যায় কামাররা অলস বসে সময় পাড় করছে। কামার বাবুল বাবু জানান,আগের বছরে কোরবানি ঈদের ১৫ দিন আগে হতে রাত – দিন নতুন দা,ছুড়ি,বটি তৈরি এবং শান দিতে ব্যস্থ সময় পাড় করতাম। দিনে আয় হতো ৪/৫ হাজার টাকা। আর এখন করোনা ভাইরাসের ফলে কোন ব্যবসা নেই। দিনে ৪/৫শ’ টাকা আয় করতে পারিনা। লোকজন আগের মত আর দা,ছুড়ি,বটি নিয়ে আসেনা এবং অর্ডারও দেয়না। তাই আর কি করব কাজ নেই, ব্যস্ততাও নেই। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে কস্ট দিন পাড় করছি।
করোনা ভাইরাসের ফলে এবার বহু মানুষ পশু কোরবানি দিতে পারছে না, আগের মতো জমে উঠে নাই পশুর বেচাবিক্রির হাট। যার ফলে কামারদের এখানে লৌহজাতীয় জিনিস তৈরি এবং বিক্রিতে ভাটা পড়েছে ।
এই শিল্পের সাথে জড়িত কামাররা সকলে সরকারের নিকট অন্তত্য পক্ষে এই বছর আর্থিক প্রনোদনা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার অনুরোধ জানিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত