ঈদের পরেও থেমে নেই রাঙ্গুনিয়ায় বিক্ষোভ- মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়াঃ

মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল (দঃ)সম্পর্কে কটুক্তি, ধর্মীয় উষ্কানি,ভূমিদস্যূ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন অনুষ্টিত।

ফলহারিয়া বহিরাগত ধর্ম্মান্ধ বৌদ্ধ ভিক্ষু শরংনাঙ্কর কর্তৃক “মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল (দঃ)সম্পর্কে কটুক্তি, ধর্মীয় উষ্কানি,ভূমিদস্যূ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর প্রতিবাদে ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ:) ইসলামী সমাজ কল্যান সংস্হার উদ্যোগে উত্তর পদুয়া ফলহারিয়ায় বাদে আসর অনুষ্ঠিত হয়।
মাওলানা হাকিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপলস ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা ইদরিস,ওলামা পরিষদের মাওলানা ফারুক, মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা আবু নাছের, মাওলানা রমজান আলী, মাওলানা নাছির উদ্দীন, মুহাম্মদ জাহেদ,মাওলানা মুহাম্মদ নাছের, মুহাম্মদ আবুল কালাম, রফিকুল ইসলাম, জাহেদ, আব্দুল খাইয়ুম, অনুষ্ঠান সঞ্চালনা করেন কারী মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, ফলহারিয়া বহিরাগত ধর্ম্মান্ধ বৌদ্ধ ভিক্ষু শরংনাঙ্কর কর্তৃক “মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল (দঃ)সম্পর্কে কটুক্তি” ধর্মীয় উষ্কানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে সাম্প্রদায়িক সম্পীতি ফিরিয়ে আনার আহবান জানানো হয়। শরংনাঙ্কর ভিক্ষুর জন্য রাঙ্গুনিয়ায় শাস্তি বিনষ্ট কারীর ও দুষ্কৃতিকারীকে শাস্তির আওতায় এনে রাঙ্গুনিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিক্ষোভ সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত