জেনারেল হাসপাতালে ১০টি UPS এর জন্য ৪ লক্ষ টাকা দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিজস্ব প্রতিবেদক

 

সালমা আক্তার নদীঃ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি UPS এর জন্য ৪ লক্ষ টাকা দিলেন।
আজ দুপুরে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামে করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদানের প্রধান হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং আইসিইউ বেড এ নিরবিচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার জন্য ১০টি ইউপিএস স্থাপন করতে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৪ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
আজ ৪ আগস্ট মঙ্গলবার শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ এর কাছে ১টি ইউপিএস এর জন্য ৪০ হাজার টাকা করে মোট ১০টি আইপিএস এর জন্য নগদ ৪ লক্ষ টাকা প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড ফোকাল পয়েন্ট এর ডাক্তার আব্দুর রব।
উল্লেখ্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল(এম.পি) এর সংসদীয় আসনের অন্তর্গত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের শুরুর পর থেকে তিনি বিভিন্ন সময় সুরক্ষা সামগ্রী প্রদান করেন। তাছাড়াও চতুর্থ শ্রেনীর আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৬ জন অস্থায়ী কর্মচারী বেতন না পাওয়ার কারনে কষ্টের কথা শুনে ১৩ জুন তাদের প্রণোদনা হিসেবে প্রতিজনের জন্য ৮০০০ টাকা করে মোট ৩ লক্ষ টাকা প্রদান করেন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অধীনে পরিচালিত হলি ক্রিসেন্ট হাসপাতালে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করেছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত