কাপ্তাই উপজেলার নতুন ইউএনও মুনতাসির জাহানকে সর্বস্তরের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাংগামাটি) :

রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১ তম ব্যাচের কর্মকর্তা মুনতাসির জাহান। মঙ্গলবার(৪ আগস্ট) তিনি কাপ্তাই এ যোগদান করেন। যোগদানকৃত ইউএনও মুনতাসির জাহান বিদায়ী নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এর স্থলাভিষিক্ত হয়েছেন। বিসিএস প্রশাসন এর ২৯ তম ব্যাচের কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল পদন্নোতি পেয়ে ব্রাক্ষনবাড়িয়ার এডিসি হিসাবে যোগদান করবেন।
কাপ্তাইয়ে যোগদানকৃত ইউএনও মুনতাসির জাহান এর আগে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে বুধবার(৫ আগস্ট) যোগদানকৃত নির্বাহী অফিসারকে কাপ্তাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই জাতীয় বিদ্যু শ্রমিক লীগ (সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মানবাধিকার কর্মী নুর বেগম মিতা সহ নানা শ্রেণী পেশার জনগণ ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত