
ঝুলন দত্ত, কাপ্তাই (রাংগামাটি) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্ততি সভা বুধবার(১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
সভায় উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ আ’লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।।
সভায় করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের নির্দেশক্রমে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান গ্রহনের সিদ্বান্ত গৃহীত হয়।।