ফরিদগঞ্জে অত্যাধুনিক লাইফ জেনারেল হাসপাতাল উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক

শিমুল হাছান:

ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্য সেবার অঙ্গিকার নিয়ে লাইফ জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে ১২ জুলাই (বুধবার) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান টেলিকনফারেন্সিং এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে হাসপাতালের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।
লাইফ জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. পরেশ চন্দ্র পালের সভাপতিত্বে, এড. রনির পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুল হক, চাঁদপুর জেলা মেডিকেল এসোসিয়েশন (বিএমএর) সভাপতি ডা. সৈয়দ মো. নূরুল হুদা,  উপেজলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ ত্রান ও সমাজ কল্যান কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহম্মেদ মজুমদার, প্যানেল মেয়র খলিলুর রহমান, মোহাম্মদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা কমিউনিটি  পুলিশিং এর সভাপতি হেলাল উদ্দিন আহম্মেদ, প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি এমকে মানিক পাঠান, সাংবাদিক নূরুন্নবী নোমান, আব্দুস ছোবান লিটন, হাসপাতালের পরিচালক মো. সাহাবুদ্দিন (সাবু) প্রমুখ।
টেলিকন্ফেরেন্সিং এ প্রধান অতিথি মুহম্মদ শফিকুর রহমান বলেন, সকলের পরিচিত ডা. পরেশ চন্দ্র পালের ঐকান্তিক প্রচেষ্টায় ফরিদগঞ্জের সাধারন রোগীদের আধুনিক স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে উক্ত হাসপাতাল প্রতিষ্ঠা করায় ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, লাইফ জেনারেল হাসপাতাল শুধু ফরিদগঞ্জে নয় বৃহত্তর কুমিল্লায় প্রাইভেট হাসপাতাল গুলোর মধ্যে অনুকরনীয় হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। এ সময় তিনি সঠিক চিকিৎসা সেবার মাধ্যমে ফরিদগঞ্জের সাধারন মানুষের পাশে থাকার জন্য হাসপাতাল কতৃপক্ষের প্রতি আহবান জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত