মিরসরাইয়ে বিদেশী রিভলবারসহ ১জনকে আটক করেছে র‌্যাব-৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন দক্ষিন মিরসরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী রিভলবার উদ্ধারসহ ১ জন অস্ত্রধারী দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
আজ ১৩ আগস্ট দুপুরে মিরসরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে এক জনকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এএসপি মাহমুদুল হাসান মামুন।
আটককৃত আসামি হল, সাহেদ আহম্মেদ রিয়াজ(২৩),চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন জোডপুলী গ্রামের ফরিদ আহম্মেদ এর ছেলে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক,হাটহাজারী (সিপিসি-২) ক্যাম্প কমান্ডার মেজর মুশফিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন মিরসরাই দক্ষিণ বাজারস্থ স্টীলটেক মিরথাই এ্যালুমিনিয়াম দোকানের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পরে উপস্থিত আটককৃত আসামীর দেহ তল্লাশী করে তার কোমরে গুজানো অবস্থায় ১ টি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।গ্রেফতারকৃত আসামীকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত