আইটিএফ বাংলাদেশের তৃতীয় শাখার কার্যক্রম শুর“

নিজস্ব প্রতিবেদক

প্রেস বিজ্ঞপ্তিঃ

ইন্টারন্যাশনাল তায়কোয়ান -ডো বাংলাদেশের (আইটিএফ) তৃতীয় শাখার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান গত ১৪ আগস্ট বিকাল ৪ টায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম মার্কেট র“মে অত্র শাখার সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তি ছিলেন আইটিএফ বাংলাদেশের উপদেষ্টা, ইন্টারন্যাশনাল কোচ ও জার্জ উশু ডাঃ মোহাম্মদ শফি, প্রধান বক্তা হিসেবে উপস্তি ছিলেন আইটিএফ বাংলাদেশের উপদেষ্টা, সাবেক জাতীয়দলের খেলোয়াড়, বিশিষ্ট ক্রীড়াবিদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর অজয় কুমার দে, বিশেষ অতিথি হিসেবে উপস্তি ছিলেন প্রফেসর র“পম ধর, জনাব ফরিদুল হাসান ( মং চকিং), জাতীয় কারাতে প্রশিক্ষক ও রেফারী মো. আবদুল হান্নান কাজল, আবদুল­াহ ফয়সাল, মহসিন পারভেজ, আইয়ুব আলী, আফতাব ফরহান। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্তি ছিলেন আইটিএফ বাংলাদেশের সভাপতি ও প্রধান প্রশিক্ষক আলী আকবর, তিনি বলেন এখন থেকে স্বাস্যবিধি মেনে নিয়মিতভাবে উক্ত শাখায় প্রশিক্ষন পরিচালনা করা হবে। অনুষ্ঠানে আত্মরক্ষামুলক কলাকৌশল প্রদর্শন করেন শারমিন, ঈশিতা, পারিশা, রিদওয়ান, সাইদুল সহ প্রমুখ।

বার্তা প্রেরক
স্মাক্ষরিত
(আলী আকবর)
সভাপতি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত