মানিকগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জামিল বিশ্বাসঃ

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় পানিতে ডুবে হৃদয় (৪) ও রাতুল (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের আখের আলী ও রাতুল বাহের আলীর ছেলে। দুই শিশু সর্ম্পকে চাচাতো ভাই। নিহত দুজনের বাবাই বাহরাইন প্রবাসী।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে ভেলায় চড়তে গিয়ে হৃদয় পানিতে পরে যায়। তাকে উদ্ধার করেতে গিয়ে রাতুলও পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত