
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পর অধীন প্রাণিসম্পদ কার্যালয় মিলনায়তন সভায় সভাপতিত্ব করন উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। প্রধান অতিথি ছিলন উপজেলা পরিষদ’র নারী ভাইস চয়ারম্যান এডভোকেট আয়শা আক্তার। বিশষ অতিথি ছিলন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবর সাবেক সাধারণ সম্পাদক আবাস হাসাইন আফতাব। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মাহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখন প্রাণিসম্পদ অফিসর ভ্যাটরিনারি সার্জন ডাক্তার মা. হারুন অর রশিদ, ডাক্তার ইকবাল হাসন, ডাক্তার কল্পনা চাকমা, মীর আজমগীর, পারিজাত কুসুম বড়য়া, খামারী ওসমান ফারুক প্রমুখ। ব্ল্যাক বঙ্গল জাতর ছাগল প্রদর্শনীত পাঁঠা ও ছাগী ক্যাটাগরীত শ্রেষ্ঠ দুইজনক টেলিভিশন পুরষ্কার ও ৭ জনক বিশষ পুরষ্কার দেয়া হয়।