মাওঃত্বকি আমিরী (রহ.) স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

শহিদুল ইসলামঃ

স্বনির্ভর রাঙ্গুনিয়া রক্তদান সংস্থা’র সম্মানিত কো-এডমিন প্রিয় ভাই মরহুম মাওঃত্বকি আমিরী (রহ.) স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ত্বকি ভাইয়ের স্মরণে ত্বকি ভাইয়ের চরিত্র সম্পর্কে ব্যক্ত করতে গিয়ে সকল উপদেষ্টাবৃন্দ,সকল সদস্যবৃন্দ এবং তার শ্রদ্ধেয় বাবার মন ভেঙ্গে পড়ে। স্বনির্ভর রাঙ্গুনীয়া রক্তদান সংস্থা’র জন্য ত্বকি ভাইয়ের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।তার মৃত্যুতে স্বনির্ভর রাঙ্গুনিয়া রক্তদান সংস্থা গভীর শোক প্রকাশ করেছেন এবং যেকোন সময়,যেকোন পরিস্থিতিতে শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত স্মরণসভায় ত্বকি আমিরী ভাইয়ের শ্রদ্ধেয় পিতা মুফতি অলিউল্লাহ সাহেব মোনাজাত পরিবেশন করেন। দোয়া মাহফিল শেষে সকলেই একসাথে ত্বকির কবর জিয়ারত করেন। দোয়া মাহফিলে উপস্থিত সবাই
সবার কাছে ত্বকি জন্য দোয়া চেয়েছেন। যাতে আল্লাহ সুবানাহু তাআলা ত্বকি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করার জন্য সবাই আল্লাহ র কাছে প্রার্থনা করার অনুরোধ জানান।
চিত্রধারণঃ সেকান্দর হোসেন সান্ত

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত