
আবদুল হক মানিকগঞ্জঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃহত্তম ঝিটকা বাজারে মুক্তিযুদ্ধা সংসদ হরিরামপুরের পক্ষ হতে তাদের ক্রয়কৃত জায়গা রক্ষার দাবিতে বৃহস্পতিবার সকাল ১২ ঘটিকায় মানব বন্ধন করেন । এ সময় মানব বন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ হরিরামপুরের পক্ষ হতে বলা হয় ১৯৯১ সালের ৩০ আগস্ট কাজী আব্দুস ছোবহানের পক্ষে আম মোক্তার মো. আনোয়ার হোসেনের কাছ থেকে একেএম সবুর বিশ্বাস বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝিটকা প্রকল্প কার্যালয়ের নামে ছয় শতাংশ জমি সাবকবলা ক্রয় করেন। জমির দলিল নং ৩২৮৩। এতে প্রকল্পের ১২ জন সদস্যকে জমির মালিকানা দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরেই জমিটি খালি পড়ে ছিল।
চলতি বছরের ৭ আগস্ট মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য তারেক হোসেন পুলুক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বরাবার অভিযোগ করেন আব্দুল আলীম হাসি নামের এক ব্যক্তি ও হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান মুক্তিযোদ্ধা সংসদের নামে ক্রয়কৃত জমি দখল করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন। তিনি ভবন নির্মাণ কাজ বন্ধ ও দখলকৃত জমি বুঝে পাওয়ার জন্য আবেদন করেন ও মানব বন্ধন করেন।
এদিকে, আব্দুল আলীম হাসির ব্যক্তি মালিকাধিন জমি নিজেদের দাবি করে সকালে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধারা। এ প্রসঙ্গে আব্দুল আলীম হাসির পক্ষে হতে জানান হয় যে,মুক্তিযোদ্ধ সংসদের নামে ক্রয়কৃত জায়গা একই দাগের অন্য জায়গায় রয়েছে এবং বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) মো. বিল্লাল হোসেনের নির্দেশে গালা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধাদের জমি বুঝিয়ে দেন। এ সময় তারা জমির উপর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন।তাহলে কেনই বা আমার জমি দখলের জন্য মানব বন্ধন করেছেন।
অন্যদিকে,আব্দুল আলীম হাসির ক্রয়কৃত জায়গা নিজেদের ক্রয়কৃত জায়গা বলে দাবি করেছেন ঝিটকা বণিক সমিতির সদস্যগণ সহ আরও অনেকে।এ প্রসঙ্গে ঝিটকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু বলেন- আমাদের সদস্যদের নামে এ জায়গা রয়েছে তার সু-স্পষ্ট দলিল রয়েছে।এছাড়া দলিলের চৌহদ্দির অনুযায়ী আব্দুল আলীম হাসি আমাদের জায়গা দখল করে বহুতল ভবন নির্মান করছে। আমাদের জায়গা বুঝে পেতে আমরা আইনের আশ্রয় নিব।