
রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাজস্থলী প্রেস ক্লাব এর সদস্যদের সাথে মত বিনিময় করলেন কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যলয়ে এ মত বিনিময় সভা অনুষ্টিত হয়। এ সময় রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি অাজগর অালী খান,কায়ইুম হোসেন মিরাজ,অাইয়ুব চৌধুরী,মাসুম ইসলাম। মত বিনিময় কালে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগনের সামনে সব কিছু তুলে ধরবেন। তিনি বলেন, সরকারের অনেক উন্নয়ন কর্মকান্ড মিডিয়ার মাধ্যমে তুলে ধরলে জনগন সরকারের কর্মকান্ড বিষয়ে অবহিত হতে পারবেন। এ সময় রাজস্থলী প্রেস ক্লাবের সদস্যরা পুলিশ প্রশাসন কে সার্বিক সহযোগিতা সহ বিভিন্ন সংবাদ প্রকাশ করে সমাজে রাষ্ট্রে অগ্রনী ভূমিকা রাখবে বলে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান জানান।