প্রবাল দ্বীপ সেন্টমার্টিন কোস্টগার্ডের অভিযানে ১৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক- ২

নিজস্ব প্রতিবেদক

 

ফরিদ বাবুল, টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকা থেকে অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। ৩০ আগস্ট রবিবার বিকালে উপজেলার সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নে খোংখার পাড়া এলাকার লাল মিয়ার ছেলে মোহাম্মদ জাবেদ (২৯) ও টেকনাফ পৌর এলাকার আলিয়াবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. সেলিম (২৭)। এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আমিরুল ইসলাম।

তিনি জানান, মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। এরপর তাদের হাতে থাকা একটি পলিথিন ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ীর রিুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত