কাপ্তাই প্রেসক্লাবে মতবিনিময়ে ওসি ইকবালঃ পুলিশ জনগণের বন্ধু ছিলো এবং থাকবে

নিজস্ব প্রতিবেদক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) ঃ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার নতুন যোগদানকৃত ওসি ইকবাল বাহার চৌধুরীর সাথে শনিবার(১২ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই প্রেসক্লাব এর সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেসক্লাব দপ্তরে মতবিনিময়কালে ওসি ইকবাল বলেন, পুলিশ জনগণের বন্ধু ছিলো এবং থাকবে। পুলিশের সাথে সাংবাদিকদের একটি গভীর সম্পর্ক রয়েছে, তাই আমরা সকলে মিলেমিশে কাজ করে সমাজ হতে সন্ত্রাস, মাদক পাচার ও ব্যবহার সহ সকল অনিয়ম দূরীকরণের চেষ্টা করে যাবো।
এইসময়ে কাপ্তাই প্রেসক্লাবের সদস্যরা পুলিশের সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় মতবিনিময় কালে কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, অর্থ সম্পাদক নুর হোসেন মামুন উপস্হিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত