কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট হাসিনা আহমদের মনোনয়নপত্র দাখিল করেন

নিজস্ব প্রতিবেদক

মোঃ নাজমুল সাঈদ সোহেল কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট হাসিনা আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৭ নভেম্বর (মঙ্গলবার) বেলা দেড়টার দিকে রিটার্নিং অফিসার ও কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে হাসিনা আহমদ দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা বিএনপি, চকরিয়া ও পেকুয়া উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী একই আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদকে স্বাগত জানান।এদিকে, নেতাকর্মীরা হাসিনা আহমদ চকরিয়ায় উপজেলা রিটার্নিং অফিসে মনোনয়ন জমা দিচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাদের প্রাণপ্রিয় নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের মনোনয়ন দাখিলপ্রার্থী হাসিনা আহমদকে এক নজর দেখতে বেলা দুইটা থেকে সন্ধা ৫টা পর্যন্ত অপেক্ষারত অবস্থায় রয়েছেন।উক্ত খবর মনোনয়ন প্রার্থী হাসিনা আহমদের কাছে পৌঁছলে তিনি কক্সবাজার জেলা রিটার্নিং অফিস থেকে চকরিয়া উপজেলা চত্তরে ছুটে আসেন। এসময় তিনি কর্মীদের ভালবাসায় সিক্ত আবেগআল্পুত হয়ে পড়েন।পরে  নেতাকর্মীদের সাথে নিয়ে সন্ধা ছয়টার দিকে  মিছিল সহকারে  চকরিয়া পৌর শহর প্রদক্ষিণ  করেন। উল্লেখ্য, নবম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসিনা আহমদ একই আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যাবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত