
জামিল বিশ্বাসঃ
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াবাধা এলাকায় ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে বালিয়াবাধা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আশরাফুল আলম এবং তিনি জানান, ভুক্তভোগীর বাড়ির টিউবওয়েল নষ্ট থাকায় প্রতিবেশি রাজিবের বাড়িতে পানি আনতে যায়। এ সুযোগে ওই ছাত্রীকে একা পেয়ে জোর পূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। তবে গতকাল সোমবার এ বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাড়িতে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার ধর্ষণের অভিযোগ তোলেন। পরে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার জন্য থানায় নিয়ে আসা হয়। একইসাথে অভিযান চালিয়ে ধর্ষক রাজিব ও তার বাবা-মা এবং এলাকার মাতব্বর তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের ঘটনাটি ভুক্তভোগী পরিবারকে টাকা দিয়ে আপোষ মীমাংসা ও ধামাচাপা দেয়ার অভিযোগে সহযোগি আসামি হিসেবে ধর্ষকের বাবা-মা ও মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আজ আদালতে নেয়ার প্রস্তুুতি চলছে।