বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে পিয়নের হামলায় কর্মকর্তা আহত

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ রিয়াদঃ

চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে পিয়নের হামলায় এক কর্মকর্তা আহত হয়েছেন। আহত কর্মকর্তার নাম মো ইউসুফ। তিনি পেকুয়া থানাধীন টইটং পন্ডিত বাড়ি এলাকার মৃত আবু জাফরের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায় চট্টগ্রামের চন্দনাইশ থানায় বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের ফ্রন্ট ডেস্ক ইনচার্জ মোহাম্মদ ইউচুপ দীর্ঘ ১৩ বছর ধরে অত্র হাসপাতালে চাকুরীরত। গত ১৯ সেপ্টেম্বর তার বিদায় অনুষ্টান দিন তার উপর হামলা করেন পিয়ন সুমন(৩০)। সে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর আজিম বাড়ির মজিদুর রহমানের ছেলে।

আহত ইউসুফ জানায়, বিদায় অনুষ্ঠানের শেষ পর্যায় ছবি তোলা নিয়ে সুমনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তাই সে অনুষ্ঠান শেষে উক্ত মেডিক্যালের পিয়ন ওয়াহিদুর রহমান সুমন(৩০)কে নিয়ে মেডিক্যাল ক্যান্টিনে চা পান করতে যায়। চা-নাস্তা খাওয়ার পর হঠাৎ সুমন ক্যান্টিনের পিছন থেকে এসে বিদায়ী ইউচুপের উপর কাচের বোতল দিয়ে আঘাত করে। আঘাত করার পর পিয়ন সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ইউছুফকে মেডিকেল চিকিৎসা প্রদান করা হয়। তার মাথায় ৬টি সেলায় করা হয়। এই ব্যাপারে বিজিসি ট্রাস্টের ডিজিএম আ ফ ম মোদাচ্ছের বলেন উক্ত ঘটনার তদন্ত করে ওয়াহিদুল রহমান সুমনকে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। উক্ত ঘটনার ব্যাপারে ইউচুপ বাদী হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ পত্র দাখিল করেন। উক্ত অভিযোগের চন্দনাইশ থানার তদন্ত অফিসার মোহাম্মাদ বেলাল মুঠে ফোনে বলেন, উক্ত অভিযোগ নিয়ে আমরা আসামীর বাড়িতে গেলে আসামীকে পাওয়া যায়নি। জেনেছি, আসামী কিছুদিন আগে স্ট্রোক করে, এরপর থেকে কিছুটা মানসিক বিকারগ্রস্ত সে। ঘটনাটি মীমাংসের চেষ্টা চালানো হচ্ছে

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত