
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে (টেকনাফ-উখিয়া) আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের জনপ্রিয় সংসদ সদস্য আবদুর রহমান বদি’র স্ত্রী শাহীন আক্তার চৌধুরী। রোববার (২৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।জনপ্রিয় সংসদ সদস্য আবদুর রহমান বদি’র স্ত্রী শাহীন আক্তার চৌধুরী এখন উখিয়া টেকনাফ এর নৌকার মাঝি হতে মনোনয়ন দেওয়া হয়েছে তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীকে। দলকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।