রাউজান পশ্চিম গুজরা ইউ পি চেয়ারম্যান নব নির্মিত ইউ আওয়ামী লীগ কার্যালয় নতুন ভবন নির্মাণ দেখতে গেলেন

নিজস্ব প্রতিবেদক

 

এস এম নুরুল আলম রাউজানঃ

চট্টগ্রাম সিটি হতে প্রায় ১০ কিঃ মিঃ দূরে রাউজান উপজেলা, কাপ্তাই রাস্তা মাথা হতে রাউজানের উপর দিয়ে বয়ে যাওয়া কাপ্তাই পর্যন্ত যার নাম কাপ্তাই সড়ক, আবার চট্টগ্রাম অক্সিজেন হতে রাঙ্গামাটি রাউজানের উপর দিয়ে বয়ে যাওয়া রাঙ্গামাটি সড়ক, একমাত্র বাংলাদেশে রাউজান উপজেলা দুইটি হাইওয়ে সড়ক পেয়েছে, এই রাউজান উপজেলা ৭১ সালের পর অনেক এমপি, মন্ত্রী ছিল উন্নয়নে ছোঁয়া লাগেনি বিগত সরকার গুলো র আমলে। রাউজানে র বার বার নির্বাচিত সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ছোঁয়াই রাউজান হয়ে উঠে গ্রাম থেকে শহর। বলতে গেলে তিনি রাউজান কে সাজিয়েছেন গ্রিন সিটি। সেই গ্রিন সিটি তে মসজিদ মন্দির থেকে শুরু করে রাস্তা ও বিভিন্ন ক্লাব সংগঠনে উন্নয়নে ছোঁয়া আজ দৃশ্যমান। তিনি যেহেতু আওয়ামী লীগ কান্ডারী আওয়ামী লীগ থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত সেই হিসাবে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ কার্যালয় নিজস্ব অর্থায়নে তৈরী করে দেন। রাউজান পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর সংগঠানিক কাজ কর্ম করার জন্য আওয়ামী লীগ এর পাটি অফিস করে দেন, বর্তমানে পশ্চিম গুজরা আওয়ামী লীগ এর পাটি অফিস প্রায় শেষ পর্যায়ে তাই ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ ( বি এ) আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করতে গেলেন, সাথে ছিলেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মালেক মেম্বার, ২ নং প্যানেল চেয়ারম্যান লিটন মেম্বার, জামাল মেম্বার, ইউনিয়ন যুবলীগ নেতা টনি বড়ুয়া, আবদুল মান্নান সোহেল, ইব্রাহিম, সাফায়েত হোসেন তৌহিদ, আকবর আলী, মুন্না বড়ুয়া তৃষাদ, সোহেল, মারুফ, নাঈম,ইমতিয়াজ জাফর প্রমুখ। চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ এই সময় মগদাই বিট পুলিশিং এর নতুন কার্যালয় ও চট্টগ্রাম পল্লী বিদ্যু সমিতি ২ রাউজান পশ্চিম গুজরা মগদাই অভিযোগ কেন্দ্র পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয় আলাপ আলোচনা করেন। মগদাই অভিযোগ কেন্দ্রের ইনচার্জ লিটু কান্তি দে চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ কে শুভেচ্ছা জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত