রাজস্থলীতে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে রিমন নামে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

 

স্টাফ রির্পোটার:

রাঙ্গামাটি জেলায় রাজস্থলী উপজেলার বাজার পাড়া এলাকায় দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে মো: জালাল উদ্দিন (২৮) নামক এক যুবক নিহত হন। সে রাজস্থলী বাজারে মাছ ব্যবসা করতো, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওসি রাজস্থলী থানা মো: মফজল অাহামদ সাংবাদিককে জানান,আজ ৫ইং তারিখে দুপুর একটা ত্রিশ মিনিটের সময় বাজারের পাশে হঠাৎ ব্রাশ ফায়ার হয় ঘটনাস্থল থেকে মো: রিমনের মরদেহ উদ্বার করে রাজস্থলী সদর হাসপাতালে অানা হলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। সে বাজার পাড়া এলাকার মৃত অাইনুল হকের ২ য় ছেলে বলে জানা যায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত