রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যাগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক

রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটি জেলার রাজস্থলী বাজারে বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোনের অধীন রাজস্থলী সাব জোনের উদ্যাগে অগ্নি নির্বাপণ মহড়া বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় বাজার এলাকার ঐতিহাসিক বটতলায় বিপুল পরিমান দর্শকের উপস্থিতিতে অনুষ্টিত হয়। মহড়া অনুষ্টানের পূর্বে রাজস্থলী সাব জোনের ক্যাপ্টেন দেবাষীশ সরকার একটি গুরুত্বপূণ্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন যে কোন মুহুর্তে অাগুন লেগে যেতে পারে, অাগুনের সুত্রপাত ঘটার ফলে অাগুন নিবানোর জন্য সকলে সর্তকতার সহিদ এগিয়ে আসতে হবে। অাগুন কি ভাবে নিবানো হয়,এবং ক্ষতিগ্রস্ত এলাকাকে কি ভাবে রক্ষা করতে হয় সে বিষয়ে মহড়ার মাধ্যমে প্রশিক্ষন প্রদান করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রাজস্থলী প্রেস ক্লাব আজগর অালী খান, এ এস অাই সাইফুল ইসলাম, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বাজারের ব্যবসায়ী ও গন্যমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা জানান,রাজস্থলী সেনাবাহিনী একটি মহৎ উদ্যােগ হাতে নিয়েছেন, পাহাড়ে যে কোন মুর্হতে অাগুন লেগে ক্ষতি হতে পারে, তাই আমাদের সচেতন করতে একটি প্রশংসনিয় উদ্যোগ হাতে নিয়ে অসাধারন ভুমিকা রেখেছেন। অামি কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মিজানুল হক পি এস সি মহোদয় কে ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অান্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত