
এম এ মান্নান :
লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোভ্যালি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সলিডারিটি এর যৌথ উদ্যোগে প্রতিবারের মত গত ৯/১০/২০২০ ইং তারিখে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত মানসিক বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।এবং পরিশেষে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য একটি টেলিভিশন প্রদান করা হয়। উক্ত মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর সম্মানিত জোন চেয়ারপারসন লায়ন ডাঃ রেজাউল ইসলাম, জোন চেয়ারপারসন লায়ন মনোয়ারা বেগম, ডিস্ট্রিক্ট চেয়ারপারসনস ও আইপিপি লায়ন গাউসুল হক চৌধুরী, লায়ন আব্দুর রশিদ, কসমোভ্যালি সভাপতি লায়ন ইয়াসিন ফারুক,সেক্রেটারি লায়ন সাজ্জাদুল ইসলাম, ট্রেজারার লায়ন টিপু সুলতান, সলিডারিটি জয়েন্ট ট্রেজারার লায়ন শাহানা আফরোজ, ডিরেক্টর ডাঃ আবুল কালাম ওয়াহিদ। তা ছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন ইয়াসিন মজুমদার, লায়ন লোকমান হাকিম, লায়ন সাংবাদিক এম এ মান্নান সহ আরো অনেকে। সমাজ সেবা অধিদপ্তরের Mentally Disabled Children School , Roufabad , Ctg পরিচালক জনাব আবুল কাশেম বলেন লায়ন্স ক্লাবের অফিসিয়াল দের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তারা তাহাদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন বুদ্ধি প্রতিবন্ধীদের সকল ছেলে মেয়েদের খাবার থেকে আরম্ভ করে মহামারী করোনার সময় সকলের যৌথ উদ্যোগে ও সহযোগিতা করেন তাই আমি সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি এবং উক্ত মহতী উদ্যোগের জন্য কসমোভ্যালি ও সলিডারিটি ক্লাব অফিসিয়াল দের Disabled Children School , Roufabad , Ctg।পক্ষ থেকে শুভ কামনা করছি যাতে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।