
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি)ঃ
আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তাগন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এইবার কাপ্তাই এ শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে, পুজা মন্ডপে কেউ বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেওয়া হবে না , কেউ যেন মাদক নিয়ে পুজা মন্ডপে প্রবেশ না করে সেইজন্য আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ থাকবেন ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং উপজেলার ৭ টি পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে প্রস্তুতি সভায় বক্তাগণ একথা বলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি(তদন্ত) শফিউল আজম, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আরএমও ডাঃ ওমর ফারুক রনি, রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, চিৎমরম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংথোয়াইও মারমা, কাপ্তাই ইউপির প্যানেল চেয়ারম্যান সমলেন্দু বিকাশ দাশ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর মিন্টু, পুজা উদযাপন কমিটির সহ সভাপতি তপন কান্তি মল্লিক, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকলকে পুজা উদযাপন করার অনুরোধ জানান।
প্রস্তুতি সভায় সীতাঘাট মন্দিরের সভাপতি রতন দাশ, সম্পাদক আশীষ দাশ , ব্রিকফিল্ড মন্দিরের সভাপতি দুলাল দাশ, সম্পাদক কাজল বরন দাশ, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির এর সভাপতি মিলন কান্তি দে, সম্পাদক টিটু কান্তি দেব, মিশন সিদ্বিশ্বরি মন্দিরের সম্পাদক জগদীশ দাশ, মিশন আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয়ের সভাপতি নিতাই পদ দে, শিলছড়ি মন্দিরের সাধারণ সম্পাদক রুপন দাশ উপস্থিত ছিলেন ।
এইসময় উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।