পায়েল হত্যার প্রতিবাদে চট্রগ্রাম প্রেসক্লাব এ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও সন্দ্বীপের সন্তান সাইদুর রহমান পায়েলের হত্যাকারীদের কঠিন শাস্তির দাবীতে গত ২৮ জুলাই শুক্রবার সকাল-১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী, মানবাধীকারকর্মী, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নিহতদের স্বজন-প্রতিবেশীরা বক্তব্য রাখতে গিয়ে পায়েল হত্যার বিচার না হওয়া পর্যন্ত হানিফ পরিবহন বয়কটের জন্য চট্টগ্রাম বাসির প্রতি জোর দাবী জানিয়েছেন। উক্ত দাবির সাথে একমত পোষণ করেছেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ ঢাকা মহানগর যুগ্ম সমন্বয়ক- ডাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং ১৯৭৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক- সন্দ্বীপের সন্তান, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী জননেতা নুরুল আখতার।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত